বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশসহ আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন। রুলে কমিটি গঠন করে অভিযোগ তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকদের ভোগান্তি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এম জামিউল হক, কামরুল হাসান রিগ্যান ও মো. জাকির হায়দার চলতি সপ্তাহে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন, এ এম জামিউল হক ও আবদুল্লাহ আল হাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
পরে আইনজীবী আবদুল্লাহ আল হাদী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের প্রিপেইড মিটারে গোপন চার্জ ও অতিরিক্ত ফি আরোপ হচ্ছে, গ্রাহকদের এমন অভিযোগ গণমাধ্যমে এসেছে। গণমাধ্যমে আসা এসব অভিযোগ উপযুক্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠন করে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।’