চট্টগ্রামে বিমানবন্দরে অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার জব্দ
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রামের বেশি স্বর্ণালংকার উদ্ধার করেছেন কর্মকর্তারা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজ শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা উড়োজাহাজে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণালংকার জব্দ করেন।
দুই যাত্রী হলেন, নাট্য অভিনেত্রী অনামিকা জুথি ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল। তাঁরা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকায় ফিরছিলেন।
অনামিকা জুথি দুই হাতে সোনার চুড়ি স্কচটেপ দিয়ে আটকে কৌশলে বহন করছিলেন। দুই যাত্রীই চেনগুলো গলায় সুকৌশলে লুকিয়ে রেখেছিলেন। তাঁদের হাতব্যাগ থেকেও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উড়োজাহাজটি চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার আগে অনামিকা ও রায়হানের কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। এসব স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। নিয়ম অনুযায়ী, বিদেশফেরত একজন যাত্রী বিনা শুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার আনতে পারেন।
আটক দুই যাত্রীকে একই উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের এনএসআই ও কাস্টমস গোয়েন্দা দলের কাছে হস্তান্তর করা হয়েছে।