স্বস্তিতে কিনুন পছন্দের টিভি
খেলা দেখতে ভালোবাসেন ব্যবসায়ী আল–আমিন হোসেন। বিশেষ করে ক্রিকেট। কয়েক দিন পরই শুরু হবে আইসিসি বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় ক্রিকেটের সর্ববৃহৎ এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশও। তাই বিশ্বকাপ ক্রিকেট দেখার প্রস্তুতি নিচ্ছেন আল–আমিন ও তাঁর পরিবার। বাসায় ২১ ইঞ্চি পর্দার টেলিভিশন থাকলেও এবার বিশ্বকাপ উপলক্ষে বড় আকারের একটি টেলিভিশন কিনতে চান। কিন্তু একসঙ্গে এত টাকা দিয়ে টেলিভিশন কেনা নিয়ে কিছুটা ভাবনায় আছেন তিনি। এমন মুহূর্তে তাঁর স্বস্তির উপলক্ষ হয়েছে ‘ক্রেডিট কার্ড’।
র্যাংগস ইলেকট্রনিকসের বিপণন ব্যবস্থাপক ইমরানুল কবির বলেন, ‘ক্রেতাদের টেলিভিশন কেনার অভিজ্ঞতাকে আরও সহজ করতে আমরা ইএমআই–সুবিধা দিচ্ছি। বর্তমানে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৫টি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে টেলিভিশন কেনার সুযোগ রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো, যাঁদের ব্যাংকের কার্ড নেই, তাঁরাও আমাদের প্রতিষ্ঠান থেকে টেলিভিশন কিনতে পারবেন। এ জন্য ক্রেতাদের আইপিডিসি ফাইন্যান্সের মাধ্যমে আবেদন করতে হবে। আইপিডিসি ফাইন্যান্স সবকিছু চেক করে আমাদের যদি বলে ঋণ দেওয়া সম্ভব, তাহলে বাংলাদেশের যেকোনো নাগরিককে আমরা কিস্তিতে টেলিভিশন কেনার সুযোগ দিয়ে থাকি।’
টেলিভিশন বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় সব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। তিন মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে এ সুবিধা রয়েছে। তবে তা সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত। ট্রান্সটেক, স্যামসাং, সনি, সিঙ্গার বাংলাদেশ, ওয়ালটন, কনকা, র্যাংগস, ভিশন, যমুনাসহ প্রায় সব প্রতিষ্ঠানের টেলিভিশনই বিভিন্ন মেয়াদে ক্রেডিট কার্ড দিয়ে কেনা যাচ্ছে।
ব্যাংকের সঙ্গে শীর্ষস্থানীয় সব খুচরা ইলেকট্রনিক পণ্য বিক্রেতার অংশীদারত্ব রয়েছে। এতে কার্ড–গ্রাহকেরা অনেক সুবিধা পান। অনেক ব্যাংক শূন্য শতাংশ ইন্টারেস্টে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তিসুবিধাও দিয়ে থাকে। তবে এটা খুচরা বিক্রেতা ও টেলিভিশন কেনার সময়ের ওপর নির্ভর করে।
রাজধানীর বিজয় সরণির র্যাংগস ইলেকট্রনিকসের শোরুমে নজরুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, ‘অনেক দিন থেকেই বড় পর্দার একটি টেলিভিশন কেনার ইচ্ছা ছিল। কিন্তু নির্ধারিত বাজেটের সঙ্গে মেলানো যাচ্ছিল না। বিশ্বকাপের সময় কিস্তিতে একটা টেলিভিশন কিনে ফেললাম। এখন মাসে মাসে টাকা পরিশোধ করব। এর ফলে একবারে অনেকগুলো টাকা পরিশোধ করার ঝামেলা থেকে মুক্ত থাকতে পারব।’
কিস্তিতে পণ্য কেনার মাধ্যমে মানুষ সহজেই সময়মতো তাঁর প্রয়োজন মেটাতে পারেন। এ সময় অনেকেই চান পরিবারের সবাই মিলে বড় পর্দা এবং নতুন টেলিভিশনে খেলা দেখতে। তাই টেলিভিশন কিনতে অনেকেই এখন কিস্তিসুবিধা নিয়ে স্বস্তিতে থাকেন।
এখন কিস্তিতে পণ্য কেনা খুব সহজ। গ্রাহকদের দুইভাবে কিস্তিতে টেলিভিশন কেনার সুযোগ আছে। পছন্দের পণ্যটি নির্দিষ্ট আউটলেট কিংবা যারা বিক্রি করে, এমন শোরুম থেকেও কিনতে পারেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনের ওপর থাকে বিভিন্ন অফার।
কিস্তিসুবিধায় টেলিভিশন কেনার জন্য কয়েকটি জিনিস প্রয়োজন হয়। যেমন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সর্বশেষ মাসের ইউটিলিটি বিলের (বিদ্যুৎ, পানি বা গ্যাস) কপি; যে প্রতিষ্ঠানের টেলিভিশন কিনবেন, তাদের দেওয়া চুক্তিপত্র এবং চুক্তিপত্রে দুজন জামিনদারের স্বাক্ষর। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্ট দিতে হবে। ডাউন পেমেন্টের পরিমাণ যত বেশি হবে, মাসিক কিস্তির পরিমাণ সেই অনুপাতে কমে আসবে। ছয় মাসের মধ্যে সব কিস্তি পরিশোধ করলে শূন্য শতাংশ ইন্টারেস্ট–সুবিধাও উপভোগ করতে পারবেন।