গণপরিবহনে যৌন হয়রানি ধরতে স্মার্ট পোশাক তৈরি করেছেন বিইউবিটির শিক্ষক
গণপরিবহনে নারীদের যৌন হয়রানি বা অনকাঙ্ক্ষিত স্পর্শ চিহ্নিত করতে স্মার্ট পোশাক তৈরি করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটারবিজ্ঞান প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট ডিটেকশন উইথ স্মার্ট ড্রেস’, অর্থাৎ যৌন হয়রানি চিহ্নিতকরণ স্মার্ট পোশাক তৈরি করা হয়েছে। এই পোশাক মানুষের স্পর্শের তারতম্য নির্ণয় করে যৌন হয়রানিমূলক স্পর্শ চিহ্নিত করবে। হয়রানির শিকার ব্যক্তি ও ঘটনাস্থল সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগীর স্বজনদের। মোবাইল অ্যাপের মাধ্যমে পোশাকটি নিয়ন্ত্রণ করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খানের তত্ত্বাবধানে অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপ তৈরিতে সার্বিক সহযোগিতা করেছেন সহ–উপাচার্য মো. আলী নূর এবং সিএসই বিভাগের চেয়ারম্যান সাইফুর রহমান।