কোন টিভির কেমন দাম

স্মার্ট টিভি
ছবি: সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় এবারের বিশ্বকাপ আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে টাইগাররা। ঘরে বসে দেশকে সমর্থন দেওয়ার জন্য আপনি প্রস্তুত তো? ঘরের সবাই মিলে বড় পর্দায়, নতুন টিভিতে খেলা দেখার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু ভেবে পাচ্ছেন না কোন টিভি কিনবেন আর বাজেটই-বা কেমন হবে। তাদের জন্যই বাজার ঘুরে বিভিন্ন প্রতিষ্ঠানের টিভির বর্তমান দাম বিষয়ে প্রাথমিক ধারণা দিতেই এই আয়োজন।

স্যামসাং বাংলাদেশ

বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্যামসাংয়ের টিভি বাজারজাত করে। প্রতিষ্ঠানগুলো মূল্যছাড়ে স্যামসাং টেলিভিশন বিক্রি করছে। স্যামসাংয়ের ৩২ ইঞ্চি টেলিভিশন ২০ হাজার ৯০০ টাকা, ৪৩ ইঞ্চি ৫৭ হাজার ৯০০ টাকা, ৫০ ইঞ্চি ৬৮ হাজার ৯০০ টাকা, ৫৫ ইঞ্চি ১ লাখ ২ হাজার ৯০০ টাকা এবং ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।

ভিশন ইলেকট্রনিকস

ভিশন টেলিভিশনেও চলছে মূল্যছাড়। ভিশন ৬৫ ইঞ্চি টিভির দাম ৯৯ হাজার ৯০০ টাকা। ১৪ হাজার ৮০০ টাকার পাওয়া যাবে ভিশনের ৩২ ইঞ্চি টিভি। ২৪ ইঞ্চি ১৫ হাজার ৯০০ টাকা এবং ৪৩ ইঞ্চির টিভির দাম ৪১ হাজার ৫৬৫ টাকা। এ ছাড়া ৫৫ ইঞ্চির ওএলইডি প্রযুক্তির ভিশন টিভির দাম ২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

র‌্যাংগস ইলেকট্রনিকস

র‌্যাংগস ইলেকট্রনিকসের সনি ব্র্যান্ডের টিভির চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে। প্রতিষ্ঠানটির সনি টিভিতে চলছে ছাড়। মূল্যছাড়ে ৪৩ ইঞ্চি সনি টিভির বর্তমান দাম ৬৫ হাজার ৯০০ টাকা, ৫০ ইঞ্চির দাম ৭৯ হাজার ৯০০ টাকা, ৫৫ ইঞ্চি ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৭২ হাজার ৯০০ টাকা এবং ৭৫ ইঞ্চির দাম ৮ লাখ ২৪ হাজার ৯০০ টাকা। প্রযুক্তিগত কারণে এসব টিভির দাম একেক রকম।

ইলেকট্রো মার্ট লিমিটেড (কনকা)

ইলেকট্রো মার্ট লিমিটেড কনকা টিভি বাজারজাত করে। কনকা টিভিতে চলছে ছাড়। ৫৫ ইঞ্চির টিভি ৫৯ হাজার ৪৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ৮৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৮৬ হাজার ৬৮০ টাকা, ৪৩ ইঞ্চি ৪১ হাজার ৫৯৯ টাকা এবং ৩২ ইঞ্চি ২৪ হাজার ৯৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

ইলেকট্রা ইন্টারন্যাশনাল

মূল্যছাড়ে ইলেকট্রা টিভি বিক্রি করছে ইলেকট্রা ইন্টারন্যাশনাল। ইলেকট্রার ৪৩ ইঞ্চি টিভি ২৭ হাজার ৫০০ টাকা, ৩২ ইঞ্চি ১৭ হাজার ৯৯৯ টাকা, ৫০ ইঞ্চি ৮৪ হাজার ৯০০ টাকা, ৫৫ ইঞ্চি ৯১ হাজার ৯০০ টাকা এবং ৫৫ ইঞ্চির আরেকটি মডেলের টিভি বিক্রি হচ্ছে ১ লাখ ১ হাজার ৭৫৩ টাকায়।

ট্রান্সকম ডিজিটাল

দেশের বাজারে বেশ কয়েকটি ব্র্যান্ডের টিভি বাজারজাত করে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড। এর মধ্যে রাওয়া ব্র্যান্ডের ৬৫ ইঞ্চির টিভির দাম ৭৬ হাজার ৯০০ টাকা, ৫০ ইঞ্চির দাম ৫১ হাজার ৪০০ টাকা এবং ৪৩ ইঞ্চির দাম ৩৯ হাজার ৯০০ টাকা। ট্রান্সটেক ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টিভির দাম ১৯ হাজার ৯০০ টাকা এবং স্যামসাংয়ের ৫৫ ইঞ্চি টিভির দাম ৮৫ হাজার ৮৯৯ টাকা। টিভি ক্রয়ে ট্রান্সকমও দিয়েছে বিশেষ ছাড়।

সিঙ্গার বাংলাদেশ

সিঙ্গার বাংলাদেশও টিভিতে মূল্যছাড় দিয়েছে। প্রতিষ্ঠানটির ৪৩ ইঞ্চি টিভি ৪৪ হাজার ৯৯০ টাকা, ৫০ ইঞ্চি ৬৪ হাজার ৯৯০ টাকা, ২৪ ইঞ্চি ১৩ হাজার ৯৯০ টাকা, ৩২ ইঞ্চি ১৪ হাজার ৯৯০ টাকা এবং ৪০ ইঞ্চি টিভির দাম ২৩ হাজার ৯৯০ টাকা।

আমায়া ইন্ডাস্ট্রিজ (শাওমি)

বাংলাদেশের বাজারে মোবাইল ব্র্যান্ডের জন্য খ্যাতনামা আমায়া ইন্ডাস্ট্রিজ শাওমি টিভি বাজারজাত করছে। শাওমির ৩২ ইঞ্চি টিভির ছাড়কৃত দাম ২৮ হাজার ৯৯০ টাকা। এ ছাড়া ৪৩ ইঞ্চি ৩৮ হাজার ৯৯০ টাকা, ৪৩ ইঞ্চির আরেকটি মডেল ৪৭ হাজার ৪৯০ টাকা এবং ৫৫ ইঞ্চি ৬৮ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)

বাংলাদেশের বাজারে সনি-স্মার্ট ব্র্যান্ডের টেলিভিশন নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটি মূল্যছাড়ে তাদের টিভি বিক্রি করছে। সনির ৬৫ ইঞ্চি টিভি ৪ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা, ৮৫ ইঞ্চি ৫ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা, ৫৫ ইঞ্চি ৩ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা এবং ৪৩ ইঞ্চি টিভির দাম ৯৯ হাজার ৯০০ টাকা।

ভিসতা ইলেকট্রনিকস

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের বিভিন্ন মডেলের ‘ভিসতা টিভি’তে রয়েছে ছাড়। ভিসতার ৩২ ইঞ্চি টিভি ২৫ হাজার ৪১৫ টাকা, ৪৩ ইঞ্চি ৪২ হাজার ৪১৫ টাকা, ৫৫ ইঞ্চি ৬৩ হাজার ৯২০ টাকা, ৬৫ ইঞ্চি ৮৪ হাজার ৯১৫ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৪৪ হাজার ৪১৫ টাকা এবং ৮৬ ইঞ্চি টিভি বিক্রি হচ্ছে ২ লাখ ৫৪ হাজার ৯১৫ টাকায়।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

‘ঘরে ঘরে বিশ্বজুড়ে’ স্লোগান নিয়ে নিজস্ব ব্র্যান্ডের টিভি বাজারজাত করছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওয়ালটনের একই সাইজের ভিন্ন মডেলের টিভির দামও ভিন্ন। ৩২ ইঞ্চি টিভির ছাড়কৃত মূল্য ১৫ হাজার ৫০০ টাকা এবং অন্য মডেলের দাম ২৮ হাজার ৯০০ টাকা। ৪৩ ইঞ্চি টিভির একটি মডেল ৪০ হাজার ৪০০ টাকা এবং আরেকটি মডেলের দাম ৪৫ হাজার ৯০০ টাকা। ৫৫ ইঞ্চির একটি মডেলের টিভি ৮৪ হাজার ৯০০ টাকা এবং অন্য মডেলের দাম ৮৫ হাজার ৯০০ টাকা। বিশ্বকাপ উপলক্ষে ওয়ালটন ঘোষণা করেছে বিশেষ অফার।

যমুনা ইলেকট্রনিকস

‘যমুনা টিভি’ বাজারে নিয়ে এসেছে যমুনা ইলেকট্রনিকস। বর্তমানে পণ্য কিনলেই ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। যমুনা ব্র্যান্ডের ৩২ ইঞ্চি টিভি ২২ হাজার ৮০০ টাকা, ৪২ ইঞ্চি ২৯ হাজার ৮০০ টাকা এবং ৪৩ ইঞ্চি টিভির দাম ৪৩ হাজার ৯২০ টাকা। এ ছাড়া ৫৫ ইঞ্চির একটি মডেলের টিভি ৬৪ হাজার ৮০০ টাকা এবং আরেকটি মডেলের টিভি বিক্রি হচ্ছে ৫৮ হাজার ৫০০ টাকায়।

বিশেষ দ্রষ্টব্য: স্থান ও সময়ভেদে দামের তারতম্য হতে পারে।