চট্টগ্রামে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, কমেছে সবজির
চট্টগ্রামের বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে অন্তত ১৫ টাকা বেড়েছে। তবে দাম কমেছে সবজির।
ব্যবসায়ীদের দাবি, অনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ব্রয়লারের দাম বেড়েছে। এ ছাড়া সরবরাহেও ঘাটতি আছে।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকায় কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে দেখা যায়, বাজারটিতে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। খোঁজ নিয়ে জানা গেছে, নগরের বহদ্দারহাট ও রিয়াজউদ্দিন বাজারেও একই দামে বিক্রি হয়েছে ব্রয়লার।
তবে এক সপ্তাহ আগে এই তিন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬৫ থেকে ১৭৫ টাকায়।
কর্ণফুলী কমপ্লেক্স বাজারে মুরগির দোকানে ব্রয়লার মুরগির দরদাম করছিলেন গৃহিণী খাদিজা বেগম। তিনি বলেন, প্রায় সময় ঘরের বাজার তিনিই করেন। গত সপ্তাহে ১৬৫ টাকা করে দুই কেজি মুরগি কিনেছিলেন। শুক্রবার দরদাম করতে গিয়ে দেখলেন, দাম ১৮৫ টাকা।
ওই বাজারের এক মুরগি বিক্রেতা মোহাম্মদ হারুন জানালেন, পোলট্রি ফার্মগুলোতে দাম বেশি। পর্যাপ্ত বাচ্চা না থাকায় সরবরাহও কম। এ ছাড়া মুরগির খাদ্যসহ আনুষঙ্গিক খরচ বেড়েছে।
বাজারে ব্রয়লারে দাম বাড়লেও কমেছে দেশি মুরগির দাম। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কমে প্রতিকেজি দেশি মুরগি বিক্রি হয়েছে ৪৭০ থেকে ৪৮০ টাকা। সোনালি মুরগির দাম ২৯০ টাকা।
সবজির দাম কমেছে
সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে সব সবজির দাম কেজিতে অন্তত ৫ টাকা কমেছে। পাইকারি বাজারে অধিকাংশ সবজির দাম ছিল ২০ থেকে ৩৫ টাকার মধ্যে।
শুক্রবার সকালে চট্টগ্রামে সবজির পাইকারি আড়ত রিয়াজউদ্দিন বাজারে প্রতিকেজি আলু, করলা, টমেটো, লাউ ও মিষ্টিকুমড়া বিক্রি হয়েছে ২০ থেকে ৩০ টাকায়। আর মুলা, বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকায়। তবে বেগুন ও শিমের দাম ৩০ থেকে ৪০ টাকা।
নগরের বহদ্দারহাট, চকবাজার ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে খুচরা পর্যায়ে অধিকাংশ সবজির দাম ছিল ৩০ থেকে ৫০ টাকায়। তবে খুচরা বাজারেও বাড়তি বেগুন ও শিমের দাম। এসব সবজি বিক্রি হয়েছে ৪৫ থেকে ৬০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সভাপতি রশীদ আহমেদ সওদাগর প্রথম আলোকে বলেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। পাইকারিতে দাম কম আছে। সবজির সরবরাহ প্রতিদিনই হচ্ছে। আশা করা যায় খুচরা পর্যায়েও দাম কমে যাবে।