আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি বাংলাদেশ হেলথ ওয়াচের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে বহু মানুষ হতাহত হনফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ ওয়াচ। শুক্রবার বিকেলে গণ্যমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নাগরিক প্ল্যাটফর্মটি এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি দেশে যে সংকটপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। নাগরিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ হেলথ ওয়াচ সাধারণ নাগরিকদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায়।’

নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা ও গ্রেপ্তার ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বেশ কিছু হাসপাতাল ও ক্লিনিক আন্তরিকতার সঙ্গে এই ক্রান্তিলগ্নে আহত ব্যক্তিদের সেবা দিয়েছে। তাঁরা তাদের ধন্যবাদ জানাচ্ছেন।

তবে কিছু হাসপাতাল ও ক্লিনিক আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে ভীত ছিল উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে। স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে আহতদের চিকিৎসা দিতে হবে। স্বাস্থ্যসেবা একটি মৌলিক মানবাধিকার, যা আমাদের সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে।’

কেউ সমস্যা নিয়ে এসে যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দিতে অনুরোধ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।