সায়েন্স ল্যাবে হাজারো মানুষের বিজয় উল্লাস

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হওয়া হাজারো মানুষকে আজ সোমবার বিকেলে বিজয় উল্লাস করতে দেখা গেছেছবি: প্রথম আলো

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হওয়া হাজারো মানুষকে আজ সোমবার বিকেলে বিজয় উল্লাস করতে দেখা গেছে। হাসপাতালের কর্মীদের রাস্তায় এসে নাচতে দেখা গেছে। অসুস্থ নারীরা হুইলচেয়ারে বেরিয়ে এসেছেন।

এই এলাকার তরুণ-তরুণীদের রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশায় যেতে দেখা গেছে। তাঁদের হাতে ও মাথায় পতাকা।

কল্যাণপুরের বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ‘বিশ্বাস করতে কয়েক দিন সময় লাগবে।’

ধানমন্ডির বাসিন্দা মো. সুমন বলেন, ‘কী যে আনন্দ লাগছে, বোঝাতে পারব না।’

সেখানে জড়ো হওয়া মানুষ ‘জিতিলো রে জিতিলো’, ‘ছাত্র সমাজ জিতিলো’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘ভুয়া ভুয়া’–সহ সরকার পতনের নানা স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, ‘এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।’

জনগণের উদ্দেশে সেনাপ্রধান দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সংঘাত থেকে বিরত হওয়ার আহ্বান জানান।

বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।