মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ডিজিটাল ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মিডল্যান্ড ব্যাংকে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন এবং সেবা ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলমুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নাজমুল হুদা সরকার, সিটিও; মো. রাশেদ আকতার, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন; মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্টসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিরা।
এ চুক্তির ফলে দেশের সুবিধাবঞ্চিত জনগণের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবন ব্যবহার করে উন্নত ও নির্বিঘ্ন ফাইন্যান্সিয়াল সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফার (পুশ ও পুল: ব্যাংক থেকে ওয়ালেট, ওয়ালেট থেকে ব্যাংক), সেবা মার্চেন্টদের জন্য ভার্চ্যুয়াল অ্যাকাউন্ট ট্যাগিং, পেমেন্ট প্রসেসিংয়ের জন্য নেটওয়ার্ক সংযোগ, ইএমআই পার্টনারশিপ প্রস্তাব, এজেন্ট ব্যাংকিং সেবা, ন্যানো লোন এবং ডিজিটাল ন্যানো সেভিংস সমাধান ইত্যাদি।