সন্ধ্যায় সারা দিনের খবর

শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল কাল থেকে অফিসের সময়সূচি পরিবর্তনের খবরটি। পাশাপাশি তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের খবরটিতেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

কাল থেকে বদলে যাচ্ছে অফিসের সময়

বাংলাদেশ সচিবালয়
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কাল বুধবার থেকে আবার খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে চলে আসা অফিসের সময়সূচি এদিন থেকে বদলে যাচ্ছে। বিস্তারিত পড়ুন...

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর
ছবি: অধিদপ্তরের ফেসবুক থেকে নেওয়া

মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে। এর প্রভাবে দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়। বিস্তারিত পড়ুন...

ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন

নির্বাচনের পর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল নিত্যপণ্যের দাম কমানো। কিন্তু সেটি তারা করতে পারেনি। বিশেষ করে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১৫ বছরে যদি কোনো খাতে বড় ধরনের ধস নেমে থাকে, সেটা হলো ব্যাংকিং খাত।  বিস্তারিত পড়ুন...

সঞ্চয়পত্রে বিনিয়োগে কত মুনাফা

সঞ্চয়পত্র
প্রতীকী ছবি

বর্তমানে সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলনের ব্যবস্থা ডিজিটাল হয়েছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ৭১টি সঞ্চয় ব্যুরো কার্যালয়, বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ডাকঘর ছাড়াও বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্র কেনা ও ভাঙানো যায়। বিস্তারিত পড়ুন...

মোস্তাফিজ: ডট ডট ডট ডট....

মোস্তাফিজুর রহমান
এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। মোস্তাফিজ এই চার ম্যাচেই খেলেছেন এবং নিজের বোলিংয়ের পুরো কোটা (৪ ওভার) শেষ করেছেন। এই চার ম্যাচে তাঁর ‘ডট’গুলো দেখে নেওয়া যাক-১৪ (শ্রীলঙ্কা), ১৬ (দক্ষিণ আফ্রিকা), ১৭ (নেদারল্যান্ডস) ও ২০ (নেপাল)। সব মিলিয়ে ৬৭টি ডট। মানে এই ৬৭টি বৈধ ডেলিভারিতে মোস্তাফিজ রান দেননি। বিস্তারিত পড়ুন...