কিশোরীকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
প্রায় ১০ বছর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন কামরুল হোসেন ও মো. রুবেল। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭–এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ অক্টোবর মিরসরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরী রাতে ঘরের বাইরে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়। এ সময় তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন দুই প্রতিবেশী। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২১ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন আসামি কামরুল হোসেন। অন্যদিকে জামিনে গিয়ে পলাতক রয়েছেন আসামি রুবেল। আদালতের নির্দেশে কামরুলকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পলাতক রুবেলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।