তীব্র গরমের মধ্যে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
একটানা তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে বন্দর নগর চট্টগ্রামে। আজ রোববার দুপুরে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। ভারী বৃষ্টির সময় নগরের অনেক জায়গায় আঁধার নেমে আসে। গত কয়েক দিন ধরে গরমের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজকের বৃষ্টিতে গরমের তীব্রতা কমেছে, স্বস্তি এসেছে মানুষের মধ্যে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বজ্রপাতও হয়েছিল। এর আগে সকাল থেকে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টির সময় আঁধার নেমে আসায় সড়কে চলাচল করার সময় গাড়িগুলো হেডলাইট জ্বালাতে দেখা যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু করায় অনেকে বিপাকে পড়েন।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয়ের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, রোববার বৃষ্টি হতে পারে এ রকম সম্ভাবনা ছিল। দুপুরেই ভারী বৃষ্টি হয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়। এটি মূলত ছিল কালবৈশাখী। আকাশে মেঘ থাকায় কাল–পরশুও বৃষ্টি হতে পারে। আজ চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।