আমীর খসরু আরও দুটি মামলায় জামিন পেলেন

আমীর খসরু মাহমুদ চৌধুরীফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও দুই মামলায় জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন আজ রোববার তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি প্রথম আলোকে বলেন, আজ আমীর খসরু মাহমুদ চৌধুরীর  বিরুদ্ধে আরও চারটি মামলায় জামিন শুনানি হয়। এর মধ্যে পল্টন থানার দুটি ও রমনা থানায় দুটি মামলা। আদালত বিকেলে পল্টন ও রমনা থানার দুটি মামলায় জামিন মঞ্জুর করেছেন। অন্য দুটি মামলায় আগামী বুধবার অধিকতর জামিন শুনানির জন্য দিন ঠিক করেছেন।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, গত বৃহস্পতিবার পৃথক চার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। বুধবার দুটি মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। সব মিলে আটটি মামলায় জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুলিশ সদস্য হত্যা মামলায় তাঁকে ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।