আবুল মনসুর আহমদ স্মরণে বক্তৃতা প্রতিযোগিতা
প্রয়াত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের নামে প্রথমবারের মতো বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যৌথভাবে এর আয়োজন করেছে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ ও তর্কজাল।
‘আবুল মনসুর আহমদ বক্তৃতা প্রতিযোগিতা ২০২৪’ শীর্ষক এই প্রতিযোগিতার জন্য দুটি বিষয় নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো সাংবাদিকতায় আবুল মনসুর আহমদ এবং বাংলাদেশ রাষ্ট্রচিন্তায় আবুল মনসুর আহমদ।
আয়োজকেরা জানিয়েছেন, এতে অংশ নিতে হলে প্রতিযোগীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে। একজন প্রতিযোগী একটি বিষয়ে অংশ নিতে পারবেন। তবে এর আগে যাঁরা প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তাঁরা অংশ নিতে পারবেন না।
দুই পর্বে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথম পর্বে অংশগ্রহণকারীকে গুগল ড্রাইভ লিংক করে ই-মেইলে ([email protected]) ৩-৪ মিনিটের একটি ভিডিও বক্তব্য পাঠাতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে ই-মেইলে প্রতিযোগীর নাম, পরিচয়, বয়স, ফোন নম্বরসহ বক্তব্যের বিষয় উল্লেখ করে ড্রাইভ লিংক পাঠাতে হবে। শীর্ষ ২০ জনকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বের আয়োজন করা হবে।
চূড়ান্ত পর্ব হবে দুটি বিভাগে। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মোট ছয়জনকে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ৫ হাজার টাকা। বিজয়ী প্রত্যেককে সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। বাকি ১৪ জন উপহার হিসেবে পাবেন নগদ এক হাজার টাকা, সনদ ও বই।
চূড়ান্ত বাছাই শেষে আগামী সেপ্টেম্বর মাসে আবুল মনসুর আহমদের জন্মদিন উপলক্ষে পুরস্কার হস্তান্তরের বিষয়টি ফেসবুক পেজ ও ফোনে জানিয়ে দেওয়া হবে। আবুল মনসুর আহমদ রচিত বিভিন্ন বই বাংলা একাডেমি, প্রথমা প্রকাশন ও রকমারিতে পাওয়া যায়।