বাংলাদেশ থেকে আম নেওয়ার ঘোষণা চীনের

বাংলাদেশের আম চীনে রপ্তানির অনুমোদন পেল। গত শুক্রবার চীনের শুল্ক প্রশাসন বাংলাদেশ থেকে আম আমদানির লক্ষ্যে একটি ঘোষণা জারি করেছে।

আজ সোমবার ঢাকায় চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ ‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারির প্রয়োজনীয়তা–বিষয়ক প্রটোকল’ সই করে।

বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে চীনের শুল্ক বিভাগের এই ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশের উন্নত জাতের আম চীনের বিশাল ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পরস্পরের জন্য সুফল বয়ে আনবে এবং দুই পক্ষের জন্য সমান সুযোগ তৈরি করবে।

বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়টি যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল গত মাসে বাংলাদেশ সফর করে। এ সময় প্রতিনিধিদলটি বাংলাদেশে আমবাগান পরিদর্শন করে উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করে। চীনে ফিরে গিয়ে বিশেষজ্ঞ দলটি একটি প্রতিবেদন জমা দেয়। তাদের ওই প্রতিবেদনের ভিত্তিতে চীনের শুল্ক বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে ঘোষণাটি জারি করেছে।