হারপুন লিকুইডের সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে টয়লেট ব্যবহারে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন করছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপুন। এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো দেশে শতভাগ নারীবান্ধব ও হাইজিনসমৃদ্ধ টয়লেট নিশ্চিতকরণে মানুষকে উদ্বুদ্ধ করা।

প্রত্যেক মানুষেরই চলতি পথে জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু বেশির ভাগ সময় অস্বাস্থ্যকর টয়লেটের কারণে নানা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। এ ছাড়া দেশের বেশির ভাগ স্কুলে ছেলে-মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা নেই। ফলে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে শিশুরা নানা অসুখে আক্রান্ত হচ্ছে। দেশে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হলেও শতভাগ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত হয়নি।

এই সমস্যা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে হারপুন টয়লেট ক্লিনার। স্বাস্থ্যসম্মত টয়লেটের গুরুত্ব, স্বাস্থ্যসম্মত উপায়ে টয়লেট ব্যবহার এবং টয়লেট হাইজিন রাখা নিয়ে মানুষকে সচেতন করতে ‘হাইজিন ফর অল, পাওয়ার ফর হার’ ক্যাম্পেইন শুরু করেছে।

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি হারপুনের পক্ষ থেকে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সরাসরি স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করছে।

ক্যাম্পেইন সম্পর্কে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের চেয়ারম্যান কাজী নাজমুল আবেদীন বলেন, ‘শহর থেকে গ্রাম বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য পরিচ্ছন্ন টয়লেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হারপুন টয়লেট ক্লিনার।’