কবি জসীমউদ্‌দীন ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ঘোষণা

কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার ২০২৫ ও সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করেছে বাংলা একাডেমি। কবি আল মুজাহিদী পেয়েছেন ‘কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার’। আর অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা পেয়েছেন ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার’।

কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।  সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কারের অর্থমূল্য প্রতিটি এক লাখ টাকা।

২৮ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় ‘অমর একুশে বইমেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।