ইন্টারন্যাশনাল হোপ স্কুলে বার্ষিক বইমেলায় প্রথমা বুক ক্যাফে

রাজধানীর ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের আয়োজিত তিন দিনব্যাপী বইমেলা ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল লক্ষণীয়
ছবি: প্রথম আলো

শিক্ষক–অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক বইমেলা। এতে অংশগ্রহণ করেছে দেশের ১১টি শীর্ষস্থানীয় পুস্তক প্রকাশনা ও বিপণন প্রতিষ্ঠান। স্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণে যোগ দিয়েছিল মাদানী অ্যাভিনিউ-শেফ’স টেবিলে অবস্থিত প্রথমা বুক ক্যাফেও।

বইমেলায় আসেন শিক্ষক–অভিভাবেকরা
ছবি: প্রথম আলো

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ উত্তরা সিনিয়র শাখা প্রধান কামরুল আহসান এবং প্রাইমারী শাখা প্রধান নাজমুন নাহার গত রোববার (৫ মার্চ) সকাল দশটায় বইমেলার উদ্বোধন করেন। বইমেলা চলেছে তিন দিন। প্রতিদিন সকাল দশটায় শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হয়েছে। সোমবার বইমেলা প্রাঙ্গণে ছিল খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা। মঙ্গলবার সমাপনী দিনে ছিল একটি সেমিনার। স্কুল মিলনায়তনে সকাল দশটায় এই সেমিনার শুরু হয়। 'রিডিং হেবিট অ্যান্ড ইন্টারন্যাশনাল লিটারেসি: টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশন পারসপেক্টিভ' শীর্ষক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞানএবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক দিলারা বেগম। সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ- এর প্রিন্সিপাল রোকসানা জারিন।  

বইমেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে দর্শকদের একাংশ
ছবি: প্রথম আলো

প্রথমা বুক ক্যাফের স্টলে বিভিন্ন বিষয়ের দেশি-বিদেশি জার্নাল থাকায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ছিলো বিশেষ আগ্রহ। দেশি ও বিদেশি বইয়ের মানসম্পন্ন সংগ্রহের প্রশংসা করেছেন পাঠক-ক্রেতারা। পাঠক-ক্রেতাদের হাতে মানসম্পন্ন বই তুলে দিতে পেরে প্রথমা বুক ক্যাফেও আনন্দিত। পাঠকের কাছে বই পৌঁছে দিতে সামনের দিনগুলোতে আরও কাজ করতে চান বলে জানিয়েছেন প্রথমা বুক ক্যাফের ইনচার্জ গৌরাঙ্গ হালদার, বিক্রয়কর্মী সাদ ও রাসেল।

প্রথমা বুক ক্যাফেটি মাদানী অ্যাভিনিউয়ের শেফ'স টেবিল কোর্ট সাইডে অবস্থিত। দেশি-বিদেশি যেকোনো ধরনের মানসম্পন্ন বই পেতে দোকানটি ঘুরে আসতে পারেন। যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজ ProthomaBookCafe-তে।