৪ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে
নিরাপত্তার কারণে ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং আগামী ১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রক্টর বলেন, আজ স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে তাঁর সভাপতিত্বে আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক ছিল। সেখানে সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে বাড়তি নিরাপত্তা হিসেবে ডিসেম্বরের ১৬, ২৫ ও ৩১ এবং ১ জানুয়ারি টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি মেট্রো স্টেশনের ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করেন।