দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত
বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৮টা ১০ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের উত্তর সীমান্তসংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের তুরা শহর থেকে ৪০ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। হালকা শ্রেণির এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ২০৮ কিলোমিটার উত্তরে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় অঞ্চলে।