স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান ফারাহনাজ ফিরোজ
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারাহনাজ ফিরোজ। চেয়ারম্যান মিসেস ফাতিনাজ ফিরোজের অকালমৃত্যুর পর বিওটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ফারাহনাজ ফিরোজ ২০১১ সাল থেকে বোর্ডের সদস্য।
ফারাহনাজ ফিরোজ যুক্তরাষ্ট্রে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি কিংস্টন ইউনিভার্সিটি লন্ডন থেকে বায়োমেডিকেল সায়েন্সে অনার্স ডিগ্রি অর্জন করেন। মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর এবং জাপানের নারার কিন্দাই বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করেছেন ফারাহনাজ ফিরোজ। তাঁর অসংখ্য প্রকাশনা রয়েছে। এ ছাড়া মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বেশ কয়েকটি সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। তিনি বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজির একজন আজীবন সদস্য। ফারাহনাজ ফিরোজ ২০১৬ সাল থেকে স্টামফোর্ড ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।