ক্রিডেন্স ক্রিকেট জিনিয়াস: কুইজে পুরস্কার জেতার সুযোগ

উদীয়মান ও সম্ভাবনাময় পাঁচজন ক্রিকেটারের উত্থান এবং ক্রিকেটীয় জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে পাঁচ পর্বের ভিডিও আয়োজন ‘ক্রিডেন্স ক্রিকেট জিনিয়াস’

আট বছর পর ফিরেছে ‘চ্যাম্পিয়নস ট্রফি’। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে পাকিস্তান ও দুবাইয়ে বসবে তারার মেলা। গতকাল বুধবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির নবম আসর চলবে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত। এবার অংশ নিচ্ছে আটটি দেশ—বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এ উপলক্ষে প্রথম আলো ডটকম এবং টাইম জোনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘ক্রিডেন্স ক্রিকেট জিনিয়াস’। যেখানে আটটি দেশের অসংখ্য তারকা–ক্রিকেটারের ভিড়ে উদীয়মান ও সম্ভাবনাময় পাঁচজন ক্রিকেটারের উত্থান এবং ক্রিকেটীয় জীবনের জানা-অজানা চমকপ্রদ তথ্য নিয়ে নির্মিত হবে পাঁচটি ভিডিও।

যেগুলো প্রকাশ হবে ওয়েবসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলো এবং টাইম জোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পর্বগুলোর সঞ্চালনায় থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।

আয়োজনটিতে থাকবে পাঠক–দর্শকদের অংশগ্রহণের সুযোগ। প্রতিটি পর্বের ওপর থাকবে পাঁচটি করে কুইজ। ওয়েবসাইটে ভিডিও প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে কুইজের উত্তর দিতে হবে। দ্রুততম সময়ে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে স্কোরের ভিত্তিতে প্রতি পর্বে ছয়জন করে বিজয়ী নির্বাচিত করা হবে। তাঁদের মধ্যে একজন পাবেন টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের আকর্ষণীয় হাতঘড়ি এবং বাকি পাঁচজন পাবেন আকর্ষণীয় গিফট ভাউচার।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলি—

১. ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক কুইজে অংশ নিতে পারবেন।

২. কুইজে অংশ নিতে ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার প্রোফাইল তৈরি করুন।

৩. অংশগ্রহণকারীর নাম অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। অন্যথায় বিজয়ী হলেও পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

৪. কুইজের উত্তর দিতে হবে প্রতিটি পর্ব প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে।

৫. একটি প্রোফাইল দিয়ে প্রতিদিন একবারই কুইজে অংশ নেওয়া যাবে এবং একজন প্রতিযোগী পুরো আয়োজনে একবারই বিজয়ী হতে পারবেন।

৬. কুইজের উত্তর দেওয়ার সময় অন্য ট্যাবে গেলে স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যাবে, এবং পরবর্তী সময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।

৭. চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫ চলাকালীন অনুষ্ঠিত হবে এ কুইজ প্রতিযোগিতা।

৮. প্রতিযোগিতা–সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

উল্লেখ্য, যে পাঁচ ক্রিকেটারের ওপর ভিডিও নির্মিত হবে, তাঁরা হলেন ভারতের শুভমান গিল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, আফগানিস্তানের নাভিন-উল-হক, ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং বাংলাদেশের নাহিদ রানা। পর্বগুলো গ্রন্থনা করছেন আরমান বিন কামাল।