আকিজ সিমেন্টের ২২ বর্ষপূর্তি উদ্যাপন
আকিজ রিসোর্সের প্রধান কার্যালয় আকিজ হাউসে গত রোববার (৩ নভেম্বর) কেক কেটে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের ২২ বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের জোয়াদ্দারসহ কোম্পানির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে শেখ জসিম উদ্দিন আকিজ সিমেন্টের ২২ বছরের পথচলায় সহযোগিতা করা সব বিজনেস পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতের জন্য আরও উন্নতির লক্ষ্যে কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আকিজ সব সময় কাস্টমার ফোকাস ও আমাদের আরও বেশি কাস্টমার সার্ভিসে ফোকাস হতে হবে।’ তিনি ঢাকায় আকিজ সিমেন্টের চাহিদা বাড়ানোর পরিকল্পনাকে ‘ঢাকা জয়’ মিশন হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেই লক্ষ্যে মনোযোগী হতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে আকিজ সিমেন্টের ভবিষ্যৎ প্রসার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। বর্তমানে দুটি প্ল্যান্টে উৎপাদন চলমান থাকলেও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন তৃতীয় ও চতুর্থ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান, যা কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি বয়ে আনবে।
ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাদের জোয়াদ্দার তাঁর বক্তব্যে প্রতিষ্ঠার ২২ বছর ধরে কোম্পানির সফল অগ্রযাত্রায় প্রত্যেকের অবদানকে স্মরণ করেন।
আলোচনার শেষ পর্যায়ে আকিজ সিমেন্টের সিইও মোহাম্মদ মশিউর রহমান নতুন স্ল্যাগ-বেজড সিমেন্ট উদ্বোধনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা সিমেন্ট শিল্পে নিরবচ্ছিন্ন উন্নয়ন ও মানসম্মত পণ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা দেশের অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।