হ্যাপিট্যাপ বাংলাদেশ লিমিটেড ও প্রথম আলোর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। এ চুক্তির আওতায় ‘হাত ধোব কোথায়?’ শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে। বছরজুড়ে চলবে এ ক্যাম্পেইনের নানা কার্যক্রম।
হ্যাপিট্যাপ বাংলাদেশ লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট লিড মিশেল খান এবং প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্ট লিড রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন হ্যাপিট্যাপের গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর রুমাত আশরাফ, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই প্রমুখ।
করোনাকালে হাত ধোয়ার অভ্যাসে ইতিবাচক পরিবর্তন এলেও তা টেকসই হয়নি। তাই হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি সবাইকে সচেতন করাই ‘হাত ধোব কোথায়?’ ক্যাম্পেইনের উদ্দেশ্য। পাশাপাশি শিশুদের সহজে হাত ধোয়ার অভ্যাস তৈরিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সংস্থার ভূমিকা ও করণীয় বিষয়গুলোও নানাভাবে তুলে ধরা হবে।
ক্যাম্পেইনটির আওতায় চলতি বছরজুড়ে তথ্যভিত্তিক ফিচার, ইনফোগ্রাফিক ভিডিও, স্টুডিও টক শো, গোলটেবিল বৈঠক এবং বিভিন্ন অঙ্গনের তারকার সচেতনতামূলক বার্তা প্রচারের কার্যক্রম থাকবে। যেগুলো প্রকাশিত ও প্রচারিত হবে প্রথম আলো ডটকম, প্রথম আলো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
এ ধরনের উদ্যোগ শিশুসহ সব বয়সী মানুষের হাত ধোয়ার অভ্যাসকে টেকসই করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সবাই।