২৭৯ সিম কার্ড ও ৭৬ মুঠোফোনসহ হাতিয়ার ইউপি চেয়ারম্যান আটক

নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে আটক নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্যাহছবি: সংগৃহীত

সরকারি ভাতাভোগীদের অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুনছুর উল্লাহ ওরফে শিবলীকে আটক করেছে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট। গতকাল বুধবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আটক চেয়ারম্যানকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান মুনছুর উল্লাহকে আটক করেন নৌবাহিনীর সদস্যরা। আটক চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিম কার্ড ও ৭৬টি মুঠোফোন জব্দ করা হয়। এসব ফোন এবং সিম কার্ড ব্যবহার করে বিপুল অঙ্কের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলনের আলামত পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এসব মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করেন চেয়ারম্যান মুনছুর উল্লাহ। জব্দ মোবাইল, সিম কার্ডসহ মুনছুর উল্লাহকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নৌবাহিনীর পক্ষ থেকে আটক ইউপি চেয়ারম্যানকে বুধবার রাতে থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ওই মামলায় আটক চেয়ারম্যানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।