সাংবাদিকদের ওপর হামলার নিন্দায় সিপিজে

সিপিজেছবি: সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভে সংবাদ সংগ্রহের সময় কয়েক ডজন সাংবাদিকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠনটি এ নিন্দা জানায়।

একই সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর জরুরি ভিত্তিতে গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠনটি।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিক নিহত হন। আহত হন অনেকে।

এ ছাড়া শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১, সময়সহ পাঁচটি টেলিভিশন স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন