সিটিজেন্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান
মো. মোস্তাফিজুর রহমান সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। মো. মোস্তাফিজুর রহমান সিটিজেনস ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরিজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন বিভাগ ও শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মো. মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে এমকম ও বিকম (অনার্স) ডিগ্রি অর্জন করেন।