নবীনদের বরণ করে নিল এআইইউবি
নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিল বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ২০২৩-২৪ (স্প্রিং) সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কেবল চাকরি সন্ধানের জন্য জ্ঞান ও দক্ষতা অর্জন না করে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে।
এআইইউবির সহ–উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ডিন ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদান পদ্ধতি এবং নিয়মনীতি সম্পর্কে অবহিত করে।
নবীনবরণের আনুষ্ঠানিকতা শেষে এআইইউবির পারফর্মিং আর্টস ক্লাবের (এপিএসি) সদস্যরা নবাগত শিক্ষার্থীদের জন্য সংগীত পরিবেশন করেন।