সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর নির্বাচনের রোডম্যাপ: তৌহিদ হোসেন
অন্তর্বর্তী সরকার ছয়টি খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। ওই কমিশনগুলোর সুপারিশ উত্থাপনের পর আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) পাওয়া যাবে।
মঙ্গলবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত নিউইয়র্ক সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে নির্বাচন নিয়ে বিদেশিরা জানতে চেয়েছেন কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘সবার সঙ্গে আমরা বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছি যে তাদের বেশি কিছু বলার ছিল না। কোন প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে...যারা এই প্রেক্ষাপটের অনুঘটক, সেই যুবসমাজ তারা এই সরকারকে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে।...আমরা গোটা বিষয়টি তাদের খুলে বলেছি এবং জানিয়েছি, এরপর নির্বাচন দিয়ে আমরা এখান থেকে সরে যাব।’
সংস্কারের জন্য কতটা সময় লাগতে পারে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ছয়টা কমিশন গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন দু-এক দিনের মধ্যে হবে। তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে তারা তাদের সুপারিশ উত্থাপন করবে। তখন তারা আরও কিছু অংশীজনের সঙ্গে আলোচনা করবে। সত্যিকার অর্থে রোডম্যাপ তখন ঠিক করা যাবে। এর আগে কিন্তু বলা যাবে না। তিনি আরও বলেন, রোডম্যাপের মধ্যে সবচেয়ে দীর্ঘ যে সময়টা লাগবে, ওটাই লিমিট (সীমা)। এর চেয়ে বেশি এক দিনও এই সরকার থাকবে না।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে বিভিন্ন পর্যায়ের আলোচনায় সবাই অন্তর্বর্তী সরকারকে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যেন তারা শেষ করেন।