সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল শিশু পর্নোগ্রাফির অভিযোগে একসময়কার জনপ্রিয় শিশুসাহিত্যিক টিপু কিবরিয়াসহ দুজন গ্রেপ্তার হওয়ার খবরটি। আরেকটি ছিল সঞ্চয়পত্র কেনা ছাড়াও আর কীভাবে কর কমানো যায়, তেমন একটি প্রতিবেদন। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

শিশু পর্নোগ্রাফির অভিযোগে টিপু কিবরিয়াসহ দুজন গ্রেপ্তার: পুলিশ

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সংবাদ সম্মেলন
ছবি: সিটিটিসির সৌজন্যে

শিশু পর্নোগ্রাফির অভিযোগে টি আই এম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়াসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণ শিশু পর্নোগ্রাফির সামগ্রী ও পর্নোগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বিস্তারিত পড়ুন...

সঞ্চয়পত্র কেনা ছাড়াও আর কীভাবে কর কমাতে পারেন

আয়কর রিটার্ন দাখিল
ফাইল ছবি

কর কমাতে কে না চায়? দুষ্ট করদাতারা কর ফাঁকি দেন। তবে বৈধ পথেও কর কমানোর সুযোগ আছে। এ জন্য আপনাকে পথ খুঁজতে হবে। সারা বছরের আয় থেকে একটু একটু জমিয়ে বছরের শেষ দিকে কোথাও বিনিয়োগ করুন। দেখবেন, আপনাকে কম কর দিতে হচ্ছে। বিস্তারিত পড়ুন...

সংঘাতে ইরান-ইসরায়েল, মাঝ থেকে বিপদে জর্ডান

জর্ডানের একটি সামরিক উড়োজাহাজে দেশটির বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় (বাঁয়ে)। এই উড়োজাহাজ থেকে দক্ষিণ গাজায় ত্রাণ ফেলা হয়
ফাইল ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে শক্তিশালী দুই দেশ—ইরান ও ইসরায়েলকে নিয়ে মহাবিপত্তিতে আছে জর্ডান। দেশ দুটির মধ্যে শত্রুতা দিন দিন বাড়ছে। আর এই শত্রুতার জেরে আঞ্চলিক সংঘাত বাড়লে মারাত্মক আঘাত আসতে পারে জর্ডানের রাজনীতি, অর্থনীতি ও সমাজের ওপর। বিস্তারিত পড়ুন...

শিশিরের কারণেই কি এই দশা মোস্তাফিজদের

মোস্তাফিজুর রহমান ৩.৩ ওভারে রান খরচ করেছেন ৫১ রান
এএফপি

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের করা ২১০ পেরিয়েছে ৩ বল হাতে রেখে। শেষ ১০ ওভারে লক্ষ্ণৌর দরকার ছিল ১২৮ রান, সেটাও যেন লক্ষ্ণৌর জন্য কোনো বাধা হয়নি। তাঁরা জিতেছে চেন্নাইয়ের মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। ম্যাচশেষে এমন হারের পেছনে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় শিশিরের বড় ভূমিকা দেখছেন। বিস্তারিত পড়ুন...

গোপনে যে টিভি তারকাদের বিয়ে করিয়েছেন তুষার খান!

তুষার খান
ফেসবুক থেকে

নব্বইয়ের দশকের প্রথম দিকে টিভি নাটকে অভিনয় শুরু করেন জনপ্রিয় অভিনেতা তুষার খান। যদিও তাঁর আরও একটি পরিচয় আছে। সম্প্রতি একটি টেলিভিশনে হাজির হয়ে সে ব্যাপারে খুলে বলেছেন অভিনেতা। বিস্তারিত পড়ুন...