সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেপ্তার

মোস্তফা কামাল উদ্দীনছবি সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেছেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহায়তায় ঢাকার গোয়েন্দা পুলিশ সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে। তাঁকে ঢাকায় আনা হচ্ছে।

মোস্তফা কামাল উদ্দীন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সাবেক এই কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলেনি পুলিশ। তবে ডিএমপির কর্মকর্তা তালেবুর রহমান জানিয়েছেন, মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন মামলায় আওয়ামী লীগ আমলের মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি বেশ কিছু সাবেক সরকারি কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। ইতিমধ্যে তাঁদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত বুধবার চট্টগ্রাম শহর থেকে নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলম, সাবেক জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামাল এবং সাবেক যুব ও ক্রীড়াসচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।