সাগরে সৃষ্ট লঘুচাপে বৃষ্টির সম্ভাবনা, উত্তরে বেড়েছে শীত

বঙ্গোপসাগরফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়েছে। তা আজকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত নন আবহাওয়াবিদেরা। তবে ওই নিম্নচাপের প্রভাব বাংলাদেশে খুব একটা পড়বে না। মূলত ভারতের দক্ষিণ উপকূল এবং শ্রীলঙ্কায় ওই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলেও অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

এদিকে সাগরে বিপদ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের উত্তরাঞ্চল দিয়ে শীতের বাতাস আসা বেড়ে গেছে। এ কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। আর উপকূলীয় জেলাগুলোতে শীত এখনো তেমন বাড়েনি। কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় রাতে শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে রোদের কারণে তেমন শীত থাকছে না।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার থেকে শুরু করে আগামী কয়েক দিন অল্প অল্প করে শীত বাড়তে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আসছে ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় ছাড়া শীত তেমন একটা পড়বে না। আগামী এক সপ্তাহের মধ্যে দেশের কোথাও শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, দেশের বেশির ভাগ এলাকায় এখনো এই সময়ের স্বাভাবিক শীত পড়েনি। হালকা শীতের অনুভূতি থাকলেও এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রয়েছে। জেঁকে শীত নামতে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন শীত তীব্র না হলেও অনেক এলাকায় কুয়াশা বাড়তে পারে। দিনে তাপমাত্রা দেশের বেশির ভাগ এলাকায় ২৭ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। এখনো ঘন কুয়াশা খুব একটা পড়া শুরু করেনি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ শুরু হওয়ার কথা বলা হয়েছিল। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। ফলে শীতের তীব্রতা বাড়েনি। এবার শীত আসতেও একটু দেরি হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে দেশের উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।