কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হকছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক মারা গেছেন। ৪ আগস্ট তিনি রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়েছিলেন। আজ বুধবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইকরামুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহপাঠীরা জানান, ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সোয়া দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

ইকরামুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা

তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আজ রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৯ জুলাই মিরপুর ১০–সংলগ্ন এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছিলেন। তাঁর নাম আহসান হাবিব তামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ছাত্র আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সংঘাত-সহিংসতায় ৩৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এ পর্যন্ত ২৪৯ জন মারা গেছেন। এ নিয়ে গত ৩০ দিনে সারা দেশে মোট ৫৮২ জন নিহত হয়েছেন।