২০২৩ সালে ১০৮ আগ্নেয়াস্ত্র, ২ হাজার কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

দেশের সীমান্তসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত বছর ১০৮টি আগ্নেয়াস্ত্র, সহস্রাধিক গুলি ও বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২ হাজার ২৮৮ কোটি ৬৬ লাখ ৭ হাজার টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। এসবের সঙ্গে জড়িত অভিযোগে ২ হাজার ৩৬৭ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বুধবার বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছর অভিযান চালিয়ে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪৫টি পিস্তল, ২টি রাইফেল, ২টি রিভলবার, ৫৯টি বিভিন্ন ধরনের বন্দুক, ১ হাজার ২৪৬ রাউন্ড গুলি, ৫৩টি ম্যাগাজিন, ৬টি মর্টার শেল, ১৪টি ককটেল, ২৭ কেজি গানপাউডার, ১৯৫ কেজি সালফার ও ২৪ কেজির বিস্ফোরকসদৃশ বস্তু।

গত বছর অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ কোটি ৪৭ লাখ ৩৪ হাজার ৭৭৪টি ইয়াবা বড়ি, প্রায় ১৪৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ বোতল ফেনসিডিল, ৩ লাখ ৪ হাজার ৭৪৯ বোতল বিদেশি মদ, ৯ হাজার ২৬৩ লিটার বাংলা মদ, ৫৭ হাজার ৮৯৯ ক্যান বিয়ার, ২২ হাজার ২২৯ কেজি গাঁজা, প্রায় ৩৩১ কেজি হেরোইন, প্রায় ১৩ কেজি কোকেন, ৫ লাখ ৯৮ হাজার ৫৮৯টি নেশাজাতীয় ও উত্তেজক ইনজেকশন, ১ লাখ ৫৩ হাজার ২১০টি অ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ৬৫ হাজার ৬৬৪টি ইস্কাফ সিরাপ ইত্যাদি।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২৬০ কেজি ৫৬৭ গ্রাম সোনা, ২৪৬ কেজির বেশি রুপা, ২ লাখ ১১ হাজার ৪৩৮টি শাড়ি, ৭৯ হাজার ৩৯০টি থ্রি–পিস ও শার্ট পিস, ২৬ হাজার ৫৬৮টি তৈরি পোশাক, ২৭ লাখ ২৮ হাজার ২০৫টি কসমেটিক সামগ্রী, ২৯ হাজার ৪৯৮ ঘনফুট কাঠ, প্রায় ৯১ কেজি চা–পাতা, ১১ লাখ ১৩ হাজার ৮৩৬ কেজি কয়লা, ১০৭ কেজি কচ্ছপের হাড়, ৭৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৬৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯৯টি পিকআপ, ২৮০টি সিএনজি/ইজিবাইক ও ৮৮২টি মোটরসাইকেল।

এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৫৯৯ জন বাংলাদেশি নাগরিক, ৭৭ জন ভারতীয় নাগরিক ও ৮৫৭ জন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করা হয়।