সোনাগাজীতে বন্যার্ত ৪০০ মানুষ পেলেন নতুন জামাকাপড়

ফেনীর সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের দেওয়া নতুন জামা হাতে শিশুরা। আজ দুপুরে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরেপ্রথম আলো

ফেনীর সোনাগাজীতে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফ্যাশন ব্র্যান্ড লা রিভের সৌজন্যে নতুন জামাকাপড় বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম আলো ফেনী বন্ধুসভার সদস্যদের সহায়তায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পাঞ্জাবি, থ্রি–পিস, টি-শার্ট, প্যান্ট ও পায়জামা বিতরণ করা হয়।

এ নিয়ে সোনাগাজীতে প্রথম আলো ট্রাস্টের সহায়তায় প্রায় তিন হাজার বন্যাদুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নারী-শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। প্রথম আলো ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সোনাগাজী প্রতিনিধি মো. আমজাদ হোসাইন, কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন ও বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ ইব্রাহীম।

শিশুসন্তানকে নিয়ে নতুন জামা নিতে আসা নাছিমা আক্তার বলেন, তাঁর স্বামী অটোরিকশা চালান। সম্প্রতি বন্যায় ঘরের সব জিনিসপত্র ডুবে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চাল-ডালসহ অনেক খাদ্যসামগ্রী পেয়েছেন তাঁরা। কিন্তু কেউ নতুন জামা দেয়নি। বন্যায় ক্ষতি হওয়া ঘর ঠিক করতে পারেননি। সন্তান ও নিজের জন্য নতুন জামাকাপড় কেনা অসম্ভব ছিল তাঁদের পক্ষে। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে সন্তান ও নিজের জন্য নতুন জামা পেয়ে খুব খুশি হয়েছেন।

উপজেলার বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন বলেন, বন্যার সময়ও প্রথম আলোর পক্ষ থেকে তাঁদের বিদ্যালয়ে ও এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এখন আবার বন্যাদুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নতুন জামা বিতরণ করায় তিনি প্রথম আলো ট্রাস্টের কাছে কৃতজ্ঞতা জানান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার বন্যার সময় থেকে আজ পর্যন্ত ফেনী জেলায় প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণসামগ্রী, নতুন জামা বিতরণসহ ভালো কাজগুলো তুলে ধরেন। এ জন্য তিনি প্রথম আলো কর্তৃপক্ষের প্রশংসা করেন। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রথম আলোর এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ করেন।