আন্দামান সাগরে ওশেনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ৭ বাংলাদেশি
থাইল্যান্ডের ফুকেটে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় দূরপাল্লার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাতজন সাঁতারু অংশ নিচ্ছেন। ওশেনম্যানের আসরে এর আগে এতজন বাংলাদেশি একসঙ্গে অংশ নেননি। ওশেনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে বিভিন্ন দেশে সমুদ্রে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এরই সর্বোচ্চ প্রতিযোগিতা ‘ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনাল চ্যাম্পিয়নশিপ’।
বাংলাদেশ থেকে ওশেনম্যানের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দূরপাল্লার সাঁতারু আবদুল্লাহ আল ইমরান, ফারুক হোসেন, মো. ইসতিয়াক উদ্দিন, নাসির আহমেদ, আরিফুর রহমান, সাইফুল ইসলাম ও আলী রওনক ইসলাম। এই সাত প্রতিযোগী এরই মধ্যে ফুকেটে পৌঁছে গেছেন। ভিসা পেতে দেরি হওয়ায় আলী রওনক ইসলাম বৃহস্পতিবার রাতে ফুকেট পৌঁছান।
গত বছর ফুকেটে অনুষ্ঠিত ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপে সাঁতার সম্পন্ন করে এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন আবদুল্লাহ আল ইমরান ও ইসতিয়াক উদ্দিন। চলতি বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপ থেকে সুযোগ পেয়েছেন সাইফুল ইসলাম ও আলী রওনক ইসলাম। বাংলাদেশের বাকি তিনজন সরাসরি নিবন্ধন করে ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিচ্ছেন।
ওশেনম্যানের ওয়েবসাইট (https://oceanmanswim.com) থেকে জানা যায়, ফুকেটের কারন সৈকতসংলগ্ন আন্দামান সাগরে কাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শুরু হবে ওশেনম্যানের এই বৈশ্বিক আয়োজন। উন্মুক্ত সাগরে সাড়ে ৪ ঘণ্টার মধ্যে সাঁতারুদের ১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে। তবেই ওশেনম্যান খেতাব পাবেন তাঁরা। ৭২টি দেশের দুই শতাধিক সাঁতারু ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিচ্ছেন। একই সঙ্গে কাল হাফ ওশেনম্যান (৫ কিলোমিটার), স্প্রিন্ট (২ কিলোমিটার), শিশুদের ওশেনকিডস (৫০০ মিটার) এবং ওশেনটিমস (৩ x ৫০০ মিটার) সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
ওশেনম্যানে যে ৭ বাংলাদেশি
আবদুল্লাহ আল ইমরান
গত বছর ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপে ৪ ঘণ্টা ১৯ মিনিট সময় নিয়ে আবদুল্লাহ আল ইমরান ১০ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছিলেন। বৃহস্পতিবার ফুকেট থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘এবার আরও ভালো ফলাফল করতে চাই। আজ (বৃহস্পতিবার) ওশেনম্যানের অফিশিয়াল কোচের কাছে প্রশিক্ষণও নিয়েছি আমরা। অনুশীলনও করেছি। আশা করছি, সফলভাবেই সাঁতার সম্পন্ন করব।’
ইমরান সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া ট্রায়াথলনেও অংশ নেন। ২০১৮ সালে ইমরান মালয়েশিয়ায় পূর্ণ দূরত্বের আয়রনম্যান সফলভাবে সম্পন্ন করেন। ২০১৯ সালে ইন্দোনেশিয়ায় অর্ধদূরত্বের ‘আয়রনম্যান ৭০.৩ বিনতান’ চ্যালেঞ্জ সম্পন্ন করেন। ২০১৮ সালে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন ইমরান। পেশায় কম্পিউটার প্রকৌশলী আবদুল্লাহ আল ইমরান ওয়ান ব্যাংক লিমিটেডের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন। ওশেনম্যানের ৪০–৪৯ বছর বয়সীদের গ্রুপে তিনি প্রতিযোগিতা করবেন। এ প্রতিযোগিতায় ইমরানকে পৃষ্ঠপোষকতা করছে ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম চ্যাপ্টার, এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়া চ্যাপ্টার ও আইক্যান একাডেমি।
আরিফুর রহমান
বাংলাদেশের আরিফুর রহমান ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের গ্রুপে অংশগ্রহণ করছেন। চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিত আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সম্পন্ন করেছেন আরিফুর রহমান। আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন দুইবার। তিনি বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন একবার। পেশাগত জীবনে ব্যাংকার আরিফুর রহমান বর্তমানে জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছেন। ওশেনম্যানে এবারই তাঁর প্রথম অংশগ্রহণ।
সাইফুল ইসলাম
‘সি হর্স’ নামে খ্যাত সাঁতারু সাইফুল ইসলাম রাসেল ২০ থেকে ২৯ বছর বয়স গ্রুপে ওশেনম্যান ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবেন। বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি বলেন, ‘ফুকেটে এসে অনুশীলন করেছি। দূরত্ব ১০ কিলোমিটার হলেও ওশেনম্যান সম্পন্ন করা কঠিনই। আন্দামান সাগরে দেখলাম স্রোত একদিকে আর বাতাসের প্রবাহ অন্যদিকে। এ ছাড়া ৫ কিলোমিটার গিয়ে আবার ফিরতি পথে ৫ কিলোমিটার সম্পন্ন করতে হবে। ফলো একবার স্রোতের অনুকূলে থাকলেও, আরেকবার স্রোতের বিপরীতে সাঁতরাতে হবে।’
সাইফুল ইসলাম বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করেছেন ছয়বার। এর মধ্যে চারবারই প্রথম স্থান অর্জন করেছেন। একবার এপার–ওপার (ডাবল ক্রস) পাড়ি দিয়েছেন। এ ছাড়া তিস্তা নদীতে ৬১ কিলোমিটার, গত সেপ্টেম্বরে সিলেটের সুরমা নদীতে ৬৫ কিলোমিটার দূরত্বের সাঁতার সম্পন্ন করেছেন তিনি। সাইফুল ইসলাম রাজধানীর উদয়ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলের একজন কোচ।
মো. ইসতিয়াক উদ্দিন
গত বছর ফুকেটেই ওশেনম্যান সম্পন্ন করা মো. ইসতিয়াক উদ্দিন এবার অংশ নিচ্ছে ২০–২৯ বছর বয়স গ্রুপে। তিনি বলেন, ‘বেশ অনুশীলন করা হয়েছে। আশা করি, ভালোভাবেই সাঁতার সম্পন্ন করব।’ ইসতিয়াক চলতি বছর ব্রহ্মপুত্র নদে রৌমারী থেকে চিলমারী ২৫ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন। এ ছাড়া রাজশাহীতে পদ্মা নদীতে ২০ কিলোমিটার, সিরাজগঞ্জ যমুনা নদীতে ৩৫ কিলোমিটার সাঁতারের অভিজ্ঞতা আছে তাঁর। সাঁতারের পাশাপাশি বাংলাদেশ ও ভারতে একাধিক ম্যারাথনেও তিনি অংশ নিয়েছেন।
আলী রওনক ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র আলী রওনক ইসলাম চলতি বছর ইন্দোনেশিয়ায় ওশেনম্যান সম্পন্ন করেছেন। ২০ থেকে ২৯ বছর বয়স গ্রুপে অংশ নেওয়া এই সাঁতারু দুইবার বাংলা চ্যানেল অতিক্রম করেছেন।
নাসির আহমেদ
প্রথমবারের মতো ওশেনম্যান সাঁতারে অংশ নিচ্ছেন নাসির আহমেদ। এর আগে দুইবার বাংলা চ্যানেল সাঁতার সম্পন্ন করছেন। ২০২২ সালে তিনি কুতুবদিয়া চ্যানেল (৫ কিলোমিটার) সাঁতরে পার হয়েছেন। ৪০–৪৯ বয়স গ্রুপে অংশ নেবেন নাসির। ‘পাহাড় থেকে’ নামের একটি ই–কমার্স উদ্যোগের তিনি সহপ্রতিষ্ঠাতা। পাহাড়ি পণ্য এই উদ্যোগ থেকে বিকিকিনি করা হয়।
ফারুক হোসেন
৩০ থেকে ৩৯ বছর বয়স গ্রুপের ফারুক হোসেনেরও এটি প্রথম ওশেনম্যান প্রতিযোগিতা। ২০২২ সালে তিনি বাংলা চ্যানেল পাড়ি দেন। চলতি বছর সিলেটে সুরমা নদীতে ৫০ কিলোমিটার সাঁতারের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে ৫ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন। বেশ কটি অর্ধম্যারাথন দৌড় সম্পন্ন করা ফারুক জানালেন, ভবিষ্যতে তিনি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেবেন। পেশাগত জীবনে ফারুক হোসেন অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে আইটি বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত।