নির্বাচনের আলাপ তো হয়েই গেছে ওদের সঙ্গে: ভারত নিয়ে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিষয় নয়; বরং দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। আজ সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে এ সপ্তাহে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের দিল্লি যাওয়ার কথা রয়েছে।
দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না, সে প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীকে। জবাবে তিনি বলেন, ‘পররাষ্ট্রসচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে। নির্বাচনের আলাপ তো হয়েই গেছে ওদের সঙ্গে। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী—তাঁরা আলাপ করে ফেলেছেন।’
দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে কী ধরনের আলাপ হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। তারা চায়, বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।’
বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার ‘ভারত চায় না’ উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং তারা সব সময় ‘গণতন্ত্রের পক্ষে’।
দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। বাংলাদেশের নির্বাচন সামনে রেখে দুই পররাষ্ট্রসচিবের আলোচনায় ভোটের প্রস্তুতির প্রসঙ্গও আসতে পারে বলেও বিশ্লেষকদের ধারণা।