স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চর দখলের কাজ চলছে

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। ঢাকা, ২৯ সেপ্টেম্বরছবি: সংগৃহীত

একটি চিহ্নিত চিকিৎসক গোষ্ঠী জোরজবরদস্তিমূলকভাবে স্বাস্থ্য প্রশাসন, চিকিৎসা শিক্ষা এমনকি জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাতিল, বদলি ও পদায়নের নামে চর দখলের কাজ করছে বলে অভিযোগ করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছে সংগঠনটি।

‘স্বাস্থ্যব্যবস্থার সংকট ও জন-আকাঙ্ক্ষা’ শীর্ষক সংবাদ সম্মেলনে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক এম আবু সাঈদ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এইচ ফারুকী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জন-আকাঙ্ক্ষা রূপ নিয়েছে এ দেশের রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন। এখনো পরাজিত ফ্যাসিবাদী সরকারের আমলের মতো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ‘মব জাস্টিসের’ শিকার হচ্ছেন। নিরাপত্তাহীনতা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রোগীরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্বাস্থ্যসেবা নিয়ে জনতুষ্টি নেই, আছে ধনী ও দরিদ্র ব্যক্তিদের চিকিৎসাসেবায় বৈষম্য। এখনো অনেকে চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ উন্নত দেশে যাচ্ছেন। এতে মূল্যবান বৈদেশিক মুদ্রা পাচার হচ্ছে।

সংবাদ সম্মেলনে সুপরিকল্পিত রোগ প্রতিরোধ ও নিরাময় ব্যবস্থা এবং পরিবেশবান্ধব ও দুর্নীতিমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার জন্য কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং আইন ও বিধি দ্বারা তা নিশ্চিত করা। জনস্বাস্থ্য ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যাকে প্রাধান্য দিয়ে গণমুখী স্বাস্থ্য ও ওষুধ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। বিগত আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং সংশ্লিষ্ট সবাইকে দ্রুত বিচার ও শাস্তি প্রদান। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে যুক্ত থাকা সব চিকিৎসক সংগঠনের সঙ্গে পরামর্শ করে এবং চিকিৎসাক্ষেত্রের সব স্বনামধন্য ব্যক্তিত্বের সমন্বয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন ইত্যাদি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডক্টরর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সহসভাপতি অধ্যাপক ফিরোজ আহম্মেদ খান, অধ্যাপক কাজী রকিবুল ইসলাম, শাকিল আখতার, ফজলুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জাকির হোসেন, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ লেলিন চৌধুরী প্রমুখ।