ওয়ালটন এসি: সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়, সর্বাধুনিক ফিচার ও সেরা বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা

গুণগত মান ও গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করায় গ্রাহকদের আস্থা ও মনে জায়গা করে নিয়েছে ওয়ালটন এসি
ছবি: ওয়ালটনের সৌজন্যে

অসহনীয় গরমে একটু প্রশান্তি পেতে সামর্থ্যবানদের পাশাপাশি মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্তরাও এখন ছুটছেন এয়ার কন্ডিশনার বা এসি কিনতে। তবে কোন ব্র্যান্ডের এসি সবচেয়ে বেশি বিদ্যুৎ–সাশ্রয়ী, টেকসই, সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ, সহজ বিক্রয়োত্তর সেবা ইত্যাদি বিষয়ে উদ্বিগ্ন থাকেন বেশির ভাগ ক্রেতাই। এ ক্ষেত্রে ক্রেতাদের জন্য আদর্শ হচ্ছে দেশের শীর্ষ এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের এসি। কারণ, বাংলাদেশের এয়ার কন্ডিশনারের খাতে ওয়ালটন এসি অর্জন করেছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’।

ওয়ালটন এসির বিশেষত্ব

এআই-বেজড সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার: ওয়ালটন বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান, যার একটি স্বতন্ত্র ও শক্তিশালী রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিম রয়েছে। যেখানে দেশি-বিদেশি প্রকৌশলীরা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছেন। সেই সঙ্গে তাঁরা প্রোডাক্টের ইনোভেশন নিয়ে কাজ চলছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসিতেই রয়েছে সর্বোচ্চসংখ্যক ফিচার ও উন্নত প্রযুক্তি। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তি, এআই ডক্টর ফিচার, প্লাজমা প্রযুক্তি, আইওটি-বেজড স্মার্ট কন্ট্রোল সিস্টেম, রিমোট ফাইন্ডার, ব্লুটুথ কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ইউভি কেয়ার, মরিচা প্রতিরোধক কোটেক টেকনোলজি, ফ্রস্ট ক্লিন, থ্রি-ইন-ওয়ান কনভার্টেবল টেকনোলজিসহ ইন্টিগ্রেটেড ৫-ইঞ্চ কালার টিএফটি ডিসপ্লে।

স্বয়ংক্রিয়ভাবে সমস্যার সমাধান করবে ‘এআই ডক্টর ফিচার’: ওয়ালটনের আইওটি (ইন্টারনেট অব থিংস) সমৃদ্ধ স্মার্ট এসিতে যুক্ত করা হয়েছে ‘এআই ডক্টর’ ফিচার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট এসির কুলিং পারফরম্যান্স, সেন্সরসহ অন্যান্য কম্পোনেন্টসে কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে। অন্যথায় সঙ্গে সঙ্গে গ্রাহকের বাসার নিকটস্থ সার্ভিস সেন্টারে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ার সার্ভিসের প্রতিনিধি গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দেবে। ফলে গ্রাহক ওয়ালটন স্মার্ট এসির কোনো অস্বাভাবিকতা বোঝার অনেক আগেই পেয়ে যাবেন প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা।

কোটেক টেকনোলজি: বাংলাদেশের অঞ্চলভিত্তিক পরিবেশ বা আবহাওয়াগত পার্থক্য রয়েছে। তাই উপকূলবর্তী বা ইন্ডাস্ট্রিয়াল এলাকাভিত্তিক পরিবেশ ও আবহাওয়া উপযোগী করে ওয়ালটন এসিতে ব্যবহার করা হয়েছে কোটেক টেকনোলজি। যার ফলে এসির কন্ডেন্সার ও ইভাপোরেটরের স্থায়িত্ব দ্বিগুণের বেশি বৃদ্ধি পাবে। এতে গ্রাহকের বিক্রয়োত্তর খরচ কমে যাবে এবং তাদের অর্থের সাশ্রয় হবে।

থ্রি-ইন-ওয়ান কনভারটার টেকনোলজি: ওয়ালটন এসিতে ব্যবহৃত থ্রি-ইন-ওয়ান কনভারটার টেকনোলজি গ্রাহকের রুমের আয়তন অনুযায়ী ১.৫ থেকে ১ টন এবং পৌনে এক টনে রূপান্তরের সুবিধা রয়েছে।

ডিজিটাল ডিসপ্লে: ওয়ালটন এসির ডিজিটাল ডিসপ্লে সুবিধার মাধ্যমে গ্রাহকেরা সরাসরি এসিটির আওতায় রুম ও আউটডোর টেম্পারেচার, বিদ্যুৎ কনজাম্পশন রেট, বিগত মাস বা গত বছরের কনজাম্পশন রেট ইত্যাদি সূক্ষ্মভাবে মনিটর করতে পারেন।

স্মার্ট আইওটি প্রযুক্তি: ওয়ালটনের এসিতে সংযুক্ত করা হয়েছে স্মার্ট আইওটি প্রযুক্তি। ‘স্মার্ট অ্যাপস সলিউশন ফাংশন’ অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মুঠোফোনের মাধ্যমে ওয়ালটন এসি চালু এবং বন্ধ করা যায় এবং সেই সঙ্গে এসির বিদ্যুৎ বিলের হিসাবও বের করা যায় খুব সহজেই। এ ছাড়া এসিতে কোনো সমস্যা আছে কি না, তা স্মার্ট ডায়াগনসিসের মাধ্যমে চেক করা যায়।

ভয়েস কন্ট্রোল সুবিধা: ওয়ালটন এসিতে রয়েছে ভয়েস কন্ট্রোল সুবিধা। যাতে একটি এসি বাংলা ও ইংরেজি দুটি মাধ্যমেই কমান্ড নিতে সক্ষম। অর্থাৎ গ্রাহকেরা বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই এসিটি পরিচালনা করতে পারবেন।

সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ের নিশ্চয়তায় বিএসটিআইয়ের অ্যানার্জি রেটিং সনদ: ওয়ালটন এসি অর্জন করেছে বিএসটিআইয়ের ৬-স্টার অ্যানাজিং রেটিং সনদ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ-সাশ্রয়ী এসি। যত বেশি স্টার রেটিং, বিদ্যুৎ খরচ তত কম। বাজারে বিদেশি অনেক ব্র্যান্ডের এসি আছে, যাতে ভারত, ভিয়েতনাম এবং চীনসহ বিভিন্ন দেশের অ্যানার্জি রেটিং দেওয়া থাকে। এসব দেশের অ্যানার্জি রেটিং স্ট্যান্ডার্ড বাংলাদেশের স্ট্যান্ডার্ডের চেয়ে তুলনামূলক অনেক কম। এ জন্য এসি কেনার সময় অবশ্যই বিএসটিআই কর্তৃক অ্যানার্জি রেটিং দেখে কেনা উচিত।

ওয়ালটন এসিতে পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস: ওয়ালটন এসির কম্প্রেসরে ব্যবহার করা হচ্ছে বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ গ্যাস। যা বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ ক্ষতিকর গ্যাসের নিঃসরণ হ্রাস করে ওজোন স্তর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মোটকথা পরিবেশ সুরক্ষায় ওয়ালটনের হাত ধরে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে গিয়েছে বাংলাদেশ।

সঠিক বিটিইউ: ওয়ালটন এসি সঠিক বিটিইউ স্ট্যান্ডার্ড শতভাগ কুলিং ক্যাপাসিটি নিশ্চিত করবে।

সর্বোচ্চ গুণগত মান ও শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাস: ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ অর্জন করে বাজারজাত করা হয়। গুণগত মানের শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে ওয়ালটন এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি, পিসিবিতে ৫ বছর পর্যন্ত ওয়ারেন্টি, স্পেয়ার পার্টসে তিন বছরের ওয়ারেন্টি, এক বছরের ফ্রি সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা: আইএসও সনদপ্রাপ্ত কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় সারা দেশে ৮২টি সার্ভিস সেন্টারের পাশাপাশি পাঁচ শতাধিক সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী ওয়ালটন এসির গ্রাহকদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দেওয়া হচ্ছে। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ সার্ভিস ইঞ্জিনিয়ার দ্বারা প্রতি ১০০ দিন পর পর এসির গ্রাহকদের দেওয়া হচ্ছে ফ্রি ক্লিনিং সার্ভিস।

এক্সচেঞ্জ সুবিধা: ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধার আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। পুরোনো এসি জমা দিলে গ্রাহক নিজের পছন্দ করা নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন।

‘আবারও মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ

গরম ও আসন্ন ঈদ উৎসব সামনে রেখে সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২–এ ওয়ালটন এসি কিনে গ্রাহকেরা ‘আবারও মিলিয়নিয়ার’ অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ওয়ালটন এসির প্রত্যেক গ্রাহকের জন্য রয়েছে নিশ্চিত উপহার।

বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ

সর্বাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী ডিজাইন, আন্তর্জাতিক মান এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় বৈশ্বিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন এসি। ফলে বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের এসি অল্প সময়ের মধ্যে ক্রেতাদের আস্থা অর্জন করে নিতে সক্ষম হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোতে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস।