নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হায়ারিং হ্যাকস: ইয়োর পাথ টু অগমেডিক্স’ শীর্ষক সেমিনার
নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) আয়োজনে গত বুধবার অনুষ্ঠিত হয় ‘হায়ারিং হ্যাকস: ইয়োর পাথ টু অগমেডিক্স’ শীর্ষক সেমিনার। চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের ‘অগমেডিক্স বাংলাদেশ’-এ নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কীভাবে নিজেকে উপযোগী করে তোলা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা অগমেডিক্স বুথে টাইপিং ও লিসেনিং টেস্টে অংশ নেন।
ক্রমবর্ধমান চাকরির বাজারে এনএসইউর শিক্ষার্থীরা কীভাবে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেন, তা নিয়ে ক্যারিয়ারবিষয়ক পরামর্শ ও হাতে-কলমে অভিজ্ঞতার সুযোগ ছিল এই সেমিনারে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর সিপিসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া। তিনি ক্যারিয়ার গড়তে প্রস্তুতির ওপর নানা দিকনির্দেশনা দেন। এ ছাড়া শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গঠনে সিপিসির ভূমিকাও তুলে ধরেন।
তরুণ মেধাবীদের পেছনে বিনিয়োগে কোম্পানির প্রতিশ্রুতির ওপর জোর দিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অগমেডিক্স বাংলাদেশের হেড অব পিপল জাভেদ পারভেজ। জাতীয় উন্নয়নে অবদান রাখতে পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে অগমেডিক্সের দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অগমেডিক্সের বিডি অপারেশনসের সিনিয়র পরিচালক রিসালাত জাবীর। তিনি সম্ভাব্য কর্মীদের মধ্যে কোম্পানির শর্তানুযায়ী যোগ্যতার বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।