সাভার গলফ ক্লাবে শেষ হলো গলফ টুর্নামেন্ট
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সাভার গলফ ক্লাব আয়োজিত তিন দিনব্যাপী ‘এমজিএইচ মুনসুন কাপ গলফ টুর্নামেন্ট-২০২২’ শেষ হয়েছে। আইএসপিআর–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান ও গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সমাপনী দিনে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া সাভার গলফ ক্লাব প্রাঙ্গণে নবনির্মিত ভবন ‘টোয়াইলাইট টেরেস’-এর উদ্বোধন করেন তিনি।
টুর্নামেন্টে দেশি ও বিদেশি ৩৬৭ জন গলফার অংশ নেন। পুরুষ প্রতিযোগীদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল হক ও নারী প্রতিযোগীদের মধ্যে শায়লা পারভীন বিজয়ী হয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া) মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, সাভার সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সাভার গলফ ক্লাব ও দেশের বিভিন্ন গলফ ক্লাবের সদস্য এবং দেশি-বিদেশি গলফার উপস্থিত ছিলেন।
এমন টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের শৃঙ্খলা ও সত্যনিষ্ঠার মতো গুণাবলির অনুশীলন হবে।