‘সারা’ লাইফস্টাইলে বিশেষ ছাড়

নতুন বছর উপলক্ষে করে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ছবি: বিজ্ঞপ্তি

এক লাখের বেশি পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ করে ব্র্যান্ডটির এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

বরাবরের মতো প্রতিষ্ঠানটির রাজধানীতে ৮টি ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে ৭টিসহ সারা দেশে মোট ১৫টি আউটলেট এবং সারার ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও থাকছে এ অফারে বৈচিত্র্যতা। অফার চলাকালীন অন্য সব অফার বন্ধ থাকবে। শুধু মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য কিনতে পারবেন। এ ছাড়া এই অফার চলাকালীন ‘সারা’র ব্যতিক্রমী ব্যাগ ডিসকাউন্ট অফারটিও থাকছে না।

সারার এই অফারের আওতায় থাকছে মেনজ, উইমেনস, বয়েজ, গার্লস, ইউনিসেক্স, অ্যাকসেসরিজ ও লেদার ক্যাটাগরির এক লাখের বেশি পণ্য।

উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশবান্ধব পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘স্নোটেক্স’ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে ২০১৮ সালে পথচলা শুরু করে সারা লাইফস্টাইল লিমিটেড। ইতিমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতার কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে সারা।