সাবেক সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে মঈন উদ্দিনের রিমান্ড মঞ্জুর
যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাগীব নূর আজ শনিবার বিকেলে এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শামীম মোল্লাকে হত্যার অভিযোগে পল্টন থানায় করা মামলায় সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে আজ বিকেলে আদালতে হাজির করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন যুবদল নেতা শামীমকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে সেরনিয়াবাত মঈন উদ্দিন জড়িত বলে জানা যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানায়।
সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। সম্প্রতি বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তাঁর পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। জব্দ হয়েছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহর ব্যাংক হিসাবও।