ডাক বিভাগে গ্রাহকের ৫৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে: জুনাইদ আহ্‌মেদ

রাজধানীতে এক কর্মশালায় বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। ঢাকা, ২৬ জুনছবি: সংগৃহীত

দেশের ৮টি পোস্ট অফিস থেকে গ্রাহকের ৫৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এটুআই (এসপায়ার টু ইনোভেট), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জুনাইদ আহ্‌মেদ বলেন, প্রতিবছর ডাক বিভাগে কেন ৭০০ কোটি টাকা লোকসান হচ্ছে, তা খুঁজে বের করা হবে। এখানে অব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার অভাবে অনেক সম্পদ ও লোকবল ব্যবহার করা যাচ্ছে না। এতে লোকসান বাড়ছে।

এর আগে গত রোববার রাজশাহীর তানোর পোস্ট অফিসে গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় করণীয় নিয়ে ডাক বিভাগের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠক করেন প্রতিমন্ত্রী। ওই দিন তিনি জানিয়েছিলেন, রাজশাহীর তানোরের পারুল বেগমসহ ৫১ জনের কাছ থেকে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার মোকছেদ আলী। এ ছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে সাড়ে ৯ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিস ও পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি করে ৪ কোটি টাকা, যশোরে ১ কোটি ৮৪ লাখ টাকা, ঢাকার শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ টাকা এবং দিনাজপুর পোস্ট অফিসে প্রায় ১২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

উল্লেখ্য, রাজশাহীর তানোর পোস্ট অফিসে নিজের জমা করা দুই লাখ টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়ে আলোচনায় আসেন গ্রাহক পারুল বেগম। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে দেশের আরও সাতটি পোস্ট অফিস থেকে গ্রাহকের টাকা আত্মসাতের খোঁজ পায় ডাক বিভাগ।

আজকের বৈঠকে উপস্থিত ডাক বিভাগের মহাপরিচালক তরুন কান্তি সিকদারকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ‍দুদকে অভিযোগ জানানোর নির্দেশ দেন জুনাইদ আহ্‌মেদ। পাশাপাশি দেশের ৯ হাজার ৩০০টি পোস্ট অফিস এলাকায় রসিদ ছাড়া টাকা জমা না দেওয়ার জন্য মাইকিং করার আহ্বান জানান।

আরও পড়ুন