থানায় নিয়ে দুজনকে মারধরের অভিযোগ ওঠার পর ওসিকে বদলি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশকে জেলা পুলিশ লাইনসে বদলি করা হয়েছে। ধানখেতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মারামারির পর যুবলীগের এক কর্মী ও তাঁর চাচাতো ভাইকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হলো। আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়।
বদলির ঘটনায় সঙ্গে থানায় নিয়ে দুজনকে নির্যাতনের অভিযোগের সম্পর্ক নেই বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই দেবপ্রিয় দাশকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবির চরজব্বর থানার ওসির দায়িত্ব পালন করবেন। থানায় নিয়ে দুজনকে নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তার তদন্ত হচ্ছে। প্রতিবেদন পেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
৮ সেপ্টেম্বর দুই পক্ষের মারামারির জেরে যুবলীগের কর্মী মো. পারভেজ (২৫) ও তাঁর চাচাতো ভাই এসএসসি পরীক্ষার্থী মো. হৃদয়কে থানায় ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় তাঁদের সেখানে ৮ সেপ্টেম্বর রাত থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা এবং ওসির কক্ষে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে ইউনিয়ন পরিষদের এক সদস্যের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ওসি দেবপ্রিয় দাশ পারভেজ ও তাঁর ভাইকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এক পক্ষের লিখিত অভিযোগ পেয়ে উভয় পক্ষকে থানায় ডেকে আনা হয়। পরে উভয় পক্ষ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে থানা থেকে চলে যায়। থানায় কাউকে আটকে রেখে মারধরের প্রশ্নই ওঠে না।