ছাত্রীদের দাবির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল খোলা রাখছে কর্তৃপক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা চাইলে আবাসিক হলে থাকতে পারবেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও হলের সব সুযোগ–সুবিধা চালু থাকবে। শিক্ষার্থীদের দাবির মুখে কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার সঙ্গে ছাত্রীদেরও বিকেল চারটার মধ্যে আবাসিক হল থেকে চলে যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানার পরেই হলের ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা হলের প্রধান ফটক ও প্রভোস্টের কক্ষে তালা লাগিয়ে দেন। ছাত্রীদের প্রতিবাদের মুখে দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রভোস্ট দীপিকা রানী আবাসিক হল খোলা রাখার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের সব দাবি মেনে নেওয়া হলো এবং তাঁদের হলে অবস্থান করার পূর্ণ অনুমতি দেওয়া হলো।

খোলা রাখাসহ গ্যাস, পানি, বিদ্যুৎ, লিফট, ইন্টারনেট, ক্যানটিনসহ আগের মতো নিরাপত্তা নিশ্চিত করার দাবি ছিল শিক্ষার্থীদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষার্থীদের রাজধানীর নানা জায়গায় নিজস্ব ব্যবস্থাপনায় থাকতে হয়। তবে ছাত্রীদের জন্য ১ হাজার ২০০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল নামের একটি হলই রয়েছে।