প্রধান উপদেষ্টার ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে সচিবদের প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশ

মন্ত্রিপরিষদ বিভাগ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৪ সেপ্টেম্বর সচিবসভায় যে ২৫ দফা নির্দেশনা ও সিদ্ধান্ত দিয়েছিলেন, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিতে সচিবদের প্রতি নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

২৫ দফা নির্দেশনা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নের বিষয়ে সম্প্রতি সচিবদের কাছে পত্র পাঠান মন্ত্রিপরিষদ সচিব।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকার দায়িত্ব নেওয়ার পর ৪ সেপ্টেম্বর প্রথম সচিবসভা অনুষ্ঠিত হয়। এর আগে নিজের অধীন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, সব সচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সচিবসভা। এতে কখনো সরকারপ্রধান উপস্থিত থাকেন, আবার কখনো এটি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সচিবসভার নির্দেশনাগুলো বাস্তবায়নে ৩০ সেপ্টেম্বর সচিবদের কাছে পত্র পাঠান মন্ত্রিপরিষদ সচিব।

ওই সব নির্দেশনার মধ্যে রয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে প্রধান উপদেষ্টার দেওয়া ‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে। সৃষ্টিশীল, নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া নির্দেশনার মধ্যে রয়েছে সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও তাঁদের মতামত নেওয়া, বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সবাইকে নিজ নিজ ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। দুর্নীতির মূলোৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবাপ্রার্থীদের কেউ যেন ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রতার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

এ রকমভাবে ২৫টি নির্দেশনা উল্লেখ করে সেগুলো বাস্তবায়নে সচিবদের বলেছেন মন্ত্রিপরিষদ সচিব।