ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল শুক্রবার থেকে শুরু
ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব নিয়ে এক প্রস্তুতি সভা মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সিজেকেএসের সহসভাপতি হাফিজুর রহমান।
আগামী শুক্রবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। চট্টগ্রাম পর্বে মোট আট দল অংশগ্রহণ করবে। চট্টগ্রাম পর্বের সেরা দুটি দল অংশ নেবে ঢাকায় জাতীয় পর্যায়ে।
চট্টগ্রাম পর্ব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবারের সভায় খেলার নিয়মাবলি পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে সিজেকেএস ও জেলা ফুটবল কমিটির (ডিএফএ) সদস্যরা মত ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, ইস্পাহানির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, ডিএফএ সভাপতি শহীদুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহবুদ্দিন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আবুল হাশেম, ওয়াহিদ দুলাল, মো. ইউসুফ, জি এম হাসান, হাসান মুরাদ, ফুটবল সম্পাদক মো. আখতারুজ্জামান, ডিএফএ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, কাউন্সিলর সরোয়ার আলম প্রমুখ।
উল্লেখ্য, সারা দেশের ৩৩ বিশ্ববিদ্যালয় নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের ম্যাচ দিয়ে এর পর্দা উঠবে।