নেপাল থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে আলোচনা
বাংলাদেশ ও নেপালের যৌথ বিনিয়োগে নেপালে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের ওপর দিয়ে বর্তমান আন্তসংযোগ গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি এবং নতুন সঞ্চালন লাইন নির্মাণেরও চিন্তা করা হচ্ছে। এসব পরিকল্পনা নিয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিদ্যুৎ খাতে সহযোগিতা–সংক্রান্ত বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির পঞ্চম সভায় আজ মঙ্গলবার এসব আলোচনা হয়। পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ সভায় দুই দেশের বিদ্যুৎ খাতে আরও বেশি সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব আরোপ করা হয়। নতুন সঞ্চালন লাইনের অংশবিশেষ ভারতের ভূখণ্ডের মধ্যে নির্মিত হবে বিধায় বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বিষয়টি নির্ধারিত হবে বলে সভায় মত প্রকাশ করেন প্রতিনিধিরা।
জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানিসম্পদ ও সেচসচিব দীনেশ কুমার ঘিমির নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বিদ্যুতের সংযোগের লক্ষ্যে আন্তদেশীয় ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখা নিয়েও পর্যালোচনা হয়েছে সভায়।
ভারতের জিএমআর গ্রুপ কর্তৃক নেপালে নির্মাণাধীন ৯০০ মেগাওয়াট আপার কার্নালি জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানি–সম্পর্কীয় চুক্তি স্বাক্ষর নিয়ে সভায় আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা।
বাংলাদেশ-নেপাল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভা এর আগের দিন ১৫ মে একই স্থানে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিদ্যুৎ খাতে সহযোগিতা–সংক্রান্ত বাংলাদেশ-নেপাল জয়েন্ট স্টিয়ারিং কমিটি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভা গত বছর নেপালে অনুষ্ঠিত হয়। কমিটির পরবর্তী ষষ্ঠ সভা আগামী নভেম্বরে নেপালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।