গবেষণা করে স্বীকৃতি পেলেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকেরা
গবেষণায় কৃতিত্বের ফলস্বরূপ গ্রিন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষকদের পুরস্কৃত করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরম্যাশন (ক্রিট)’ আয়োজিত এক অনুষ্ঠানে ‘রিচার্স পাবলিকেশন’ ও ‘গ্রান্ট অ্যাওয়ার্ড’ শীর্ষক এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক মো. আবদুর রাজ্জাক প্রধান অতিথি ও গ্রিন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ফায়জুর রহমান, বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক মোহাম্মদ তারেক আজিজ, ক্রিট পরিচালক রাতিল এইচ আশিক প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবদুর রাজ্জাক বলেন, দেশে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি নয়। যা আছে, সেটিও সন্তোষজনক নয়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, জাতিগতভাবে এগিয়ে যেতে হলে গবেষণা জরুরি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, গ্রিন ইউনিভার্সিটির গবেষণা ব্যয় গত বছরেরর তুলনায় বেড়েছে। আগামীতে এটি আরও বাড়বে।
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরি পাবলিকেশন অ্যাওয়ার্ড তথা রিসার্চ অ্যাওয়ার্ডে ১৩টি, রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডে ১২টি এবং আউটস্ট্যান্ডিং রিসার্চ ক্যাটাগরিতে ৭টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষক মোল্লা শাহাদাত হোসাইনকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।